শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

ভাকুর্তার গহনাপল্লীতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ প্রদান

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২

---
সাভারের গহনাপল্লীর কারীগরদের মধ্যে ৪১ জন নারী ও পুরুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের পরিষদের হল রুমে গহনা কারীগরদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) সাভার কার্যালয়ের উদ্যোগে এই প্রণোদনা ঋণের চেক প্রদান করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভাকুর্তা বাজারে প্রায় ১১ হাজার ইমিটেশন ব্যবসায়ী রয়েছে। তাদের নিপুন হাতের ছোঁয়ায় তামা পিতলের সমন্বয়ে তৈরি এসব গহনা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা রয়েছে। এসব গহনার মধ্যে রয়েছে কানের দুল, চুরি, চেইন, আংটিসহ ইত্যাদি। তবে করোনা মাহামারীর সময় গহনা কারিগররা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। তারা তাদের ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছিলেন। তারা যাতে নতুন করে নতুন করে ইমিটেশন কিনে ব্যাবসা করে ঘুরে দাঁড়াতে পারেন এই লক্ষে ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিআরডিবির মহাপরিচালক (গ্রেড ১) সাহেদ আলী কারিগরদের মাঝে এই চেক প্রদান করেন।

ঋন পেয়ে গহনা কারীগররা বলেন, আমরা অনেক কষ্ট করে এখনও গহনা তৈরি করছিলাম। তবে এভাবে চলতে থাকলে আমার এই গহনা তৈরি বন্ধ হয়ে যেতো। আমরা করোনার সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ভেবেছিলাম আমাদের দেখার কেউ নেই। তবে প্রধানমন্ত্রী আমাদের মতো মানুষেরও খোঁজ রাখেন এটা ভাবনার বাইরে ছিল। প্রধানমন্ত্রীর কাছে আমরা চির কৃতজ্ঞ।

ঋণের চেক বিতরণ শেষে বিআরডিবির মহা-পরিচালক গহনা বাজার পরিদর্শন করেন ও কারীগরদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা সভা করেন। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, বিআরডিবির উপ-পরিচালক গোলাম সারওয়ার মোস্তফা, সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।

সাভার প্রতিনিধি, আব্দুল কাইয়ুম 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon