নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বেগম খালেদা জিয়া আমার মাতৃতুল্য। তার জন্য আমি জিবনে অনেক কষ্ট পেয়েছি। ওনার জন্য আমার বাড়ি ঘরে হামলা হয়েছে, আমি দেশ ছেড়েছি। তবুও আমি ওনার জন্য নামাজ পড়ে দোয়া করেছি, যখন উনি অসুস্থ ছিলেন। কারণ এটাই আমার নবীর শিক্ষা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বেসরকারি এক টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন যে, ১৬ই জুনের বোমা হামলা আমারি করিয়েছিলাম; কেন? প্রধানমন্ত্রীর নিরাপত্তা আইন পাশ করানোর জন্য। ওবায়দুল কাদের সাহেবের কাছে বলতে চাই, কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা যার যার ব্যাক্তিগত বেপার। তবে হ্যা, আমি মনে করি বিএনপি একাটি বড় দল, তাদের নির্বাচনে আসা দরকার। আমি জানি যে, বিএনপির বেশির ভাগ নেতাই নির্বাচনে আসতে চান, তবে আসবেন না।
তিনি আরও বলেন, জাতির পিতার কন্যার উদারতা টা অনেকে দুর্বলতা ভাবে। শুধু বিএনপি না, অনেকেই। কিছুদিন আগে ২২ টি মানবাধিকার সংগঠন আসলেন দেখা করতে, ওনারা সবাই মিলে কি রোহিঙ্গা সমস্যার একটি সমাধান করতে পারলেন না। ১৫ লাখ রোহিঙ্গা একটি বোঝা হয়ে আমাদের দেশে আছে, নানা অপরাধ তারা সংগঠিত করছে। এটা কি তারা দেখছেন না।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশ গুপ্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা
মন্তব্য