শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

আওয়ামী লীগ সরকার পালানোর পথ খুঁজছে: নজরুল ইসলাম আজাদ

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও জেগে উঠেছে। এদেশের সাধারন মানুষ আজ রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকার এখন পালানোর পথ খুঁজছে। সরকার পতনের আন্দোলন আড়াইহাজার থেকেই শুরু হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছে এদেশের জনগণ।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক এ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না। সরকারের এমপি-মন্ত্রীদের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারনেই এদেশের পরিস্থিতি। তাঁরা দুর্নীতি ও লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের পকেট কেটে যে টাকা নিয়ে আপনারা এ সকল করেছেন এর প্রত্যেকটির হিসাব আপনাদেরকে জনগণের কাছে দিতে হবে।

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইমরান হোসেন তালহা

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon