শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
 

র‌্যাব-৩ এর অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিল ১টি প্রাইভেটকারসহ ১জন আটক

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৪৬ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেটকারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-৩।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৩ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপারেশনস্) ফারজানা হক।

তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে ঢাকা অভিমূখে প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালান বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ২৬/০৮/২০২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

আটককৃত ব্যক্তির হলেন মুন্না (২২), পিতা-মোঃ লাল্টু, সাং-হিংগেরপাড়া, থানা-হরিনাকুন্ড, জেলা-ঝিনাইদহ। স্বাক্ষীদের উপস্থিতিতে আসামীদ্বয়ের দেহ এবং প্রাইভেটকারটি তল্লাশী করে গাড়ীটির মাঝখানে সিটের উপরে থাকা পাটের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়।

র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্ট:- মোঃ জাহাঙ্গীর আলম পলক

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon