গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নবীন বরণ ও প্রবীণ বিদায়ের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩১২ রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রানা আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার (সভাপতি) গনিত বিভাগ এবং বিশেষ অথিতি হিসাবে ছিলেন সহকারী অধ্যাপক সানজিদা পারভীন (সভাপতি) ইতিহাস বিভাগ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রধান অতিথি ড. দিপংকর কুমার এবং বিশেষ অতিথি সানজিদা পারভীন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। এছাড়া, সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তাঁরা, ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি রানা আহমেদ সকলকে এক হয়ে সংগঠনটিকে এগিয়ে নিতে আহ্বান জানান।
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ মোঃ ফজলে রাব্বি
মন্তব্য