শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

অবশেষে বশেমুরবিপ্রবির হাইটেক পার্কের স্থান পরিবর্তন

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তাদের প্রতিবাদের প্রেক্ষিতে অবশেষে পরিবর্তন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) হাইটেক পার্কের স্থান।

বশেমুরবিপ্রবি উপাচার্য দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ‘জেলা প্রশাসকের সাথে বিষয়টি নিয়ে মিটিং হয়েছিলো এবং হাইটেক পার্ক নির্মাণের জন্য মন্দির সংলগ্ন গেটে প্রথম যেই স্থানটি বরাদ্দ দেওয়া হয়েছিলো সেখানেই হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

এর আগে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান অনুযায়ী দ্বিতীয় একাডেমিক ভবনের স্থানে হাইটেক পার্ক নির্মানের উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তারা এর প্রতিবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান অক্ষুন্ন রেখে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন জায়গা অধিগ্রহণ করে তার একটি স্থানে হাইটেক পার্ক নির্মানের দাবি জানান।

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-জহরুল ইসলাম, 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon