জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভলপমেন্ট ক্লাবের “অ্যালামনাই মিট আপ” অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ক্লাবের এই অনুষ্ঠান।
বর্নিল এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছে ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। সাবেক শিক্ষার্থী, এক্সিকিউটিভ বডি,জেনার মেম্বার সহ প্রায় শতাধিক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানে মুগ্ধতা ছড়িয়েছে। অনুষ্ঠানের Refreshment Partner হিসেবে ছিল “Star Ship”, Snacks Partner হিসেবে ছিলো Ispahani এবং IFAD Wavy Cheeps, Cake Partner হিসেবে ছিলো Anytime Cakes এবং Food Partner হিসেবে ছিলো Green Cafe । ইতোমধ্যে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের পূর্বের দুটি কমিটি তাদের কঠোর পরিশ্রমে নানান কাজে দক্ষতার স্বাক্ষর রেখেছে ।যারা এখন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচিত বর্তমানে তারাই এখন ক্লাবের পথপ্রদর্শক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল বলেন, ফেয়ারওয়েল মানে চির বিদায় নয় এটা একটা ব্রিজিং। তাছাড়া ক্লাবের সাবেক সদস্য ইবনুল হায়দার নাকিব বলেন,আমরা সুশিক্ষিত হয়ে নিজের চেতনা বোধ জাগ্রত করে সামনে এগিয়ে যেতে হবে।উল্লেখ্য স্কিল ডেভেলপমেন্ট ক্লাব তাদের কাজের মাধ্যমে সৃজনশীলতা, উদ্ভাবনী ও প্রযুক্তিগত কৌশল সৃষ্টিতে অবদান রাখছে ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আবু ইসহাক অনিক
মন্তব্য