ঢাকার সিরডাপ মিলনায়তনে ২৬ আগস্ট বাংলাদেশ ইযুুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম শুরু হয়েছে। ২৭ আগস্ট অনুষ্ঠানটি শেষ হবে। ইযুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর আওতায় জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স এর একটি উদ্যোগ। এটি একটি মাল্টি-স্টেকহোল্ডার, যুব এবং যুব নারীদের-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানটি আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিঅইজএফ) এমপাওয়ারিং ইয়ুথ ফর স্মার্ট বাংলাদেশ। প্রথম দিনে আলোচনা করেন এটুআই, আইসিটি ডিভিশন, ন্যাশনাল কনসালটেন্ট মো.শাহারিয়ার হাসান জিসান, খুলনার স্টার্টআপের টিম লিডার মিসেস শরীফা আলম তরুণদের ডিজিটাল সচেতনতায় সরকারী সহায়তার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভুবন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম সাধারণ সম্পাদক হাসান জাকির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর মহাসচিব মো. তৌহিদ হোসেন এই ইস্যু নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
মন্তব্য