রবিবার, ১০ নভেম্বর ২০২৪
 

নেত্রকোণায় কেন্দ্রীয় মৎসজীবী লীগ নেতার বাড়িতে হামলা আহত চার

JK0007
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২

---
নেত্রকোণা সদর উপজেলা ঠাকুরাকোণা ইউনিয়নের তাঁতিয়র গ্রামে আওয়ামী মৎসজীবী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীডা বিষয়ক সম্পাদক সুকুমার বর্মন সৌরভ’ র বসত বাড়িতে জমি সংক্রান্ত দ্বন্দ নিয়ে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ সুকুমার বর্মন সৌরভ’ র পরিবারের সাথে সাইকুল মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
গতকাল ২৬ আগস্ট শুক্রবার সকালে সাইকুল মিয়া লোকজন নিয়ে জমিতে ধানের চারা রোপন করতে এলে ধীরেন্দ্র চন্দ্র বর্মন নিষেধ করে। কথার কাটাকাটির এক পর্যায়ে সাইকুল মিয়ার নির্দেশে দ্বীন ইসলাম,আরিফ মিয়া,বাচ্চু মিয়া,মোশাররফ মিয়া ফারুক মিয়া আনিছ মিয়া আরমান সহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সহ অতর্কিত হামলা করে। এ সময় ধীরেন্দ্র চন্দ্র বর্মন(৫৫)পিতা হরিদাস চন্দ্র বর্মন
অনিতা রাণী বর্মন (৪০) স্বামী ধীরেন্দ্র চন্দ্র বর্মন।
স্বরসতী রাণী বর্মন (৭০) স্বামী মহেন্দ্র চন্দ্র বর্মন।
দীপা রানী বর্মন (১৭) পিতা ধীরেন্দ্র চন্দ্র বর্মন। ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রী। আহত হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় মৎসজীবী লীগ নেতা সুকুমার বর্মন সৌরভ বলেন আমি ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলাম। আমরা এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।

নেত্রকোণা প্রতিনিধিঃ সোহেল মিয়া

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon