রবিবার, ১০ নভেম্বর ২০২৪
 

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ দেয়ার নির্দেশ দেন আরব আমিরাতের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২

ফাইল ফুটেজ

পাকিস্তানের কয়েকটি এলাকায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে জরুরী ত্রাণ পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সংযুক্ত আরব আমিরাতের ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে প্রায় ৩০০,০০০ টন খাদ্য সরবরাহ, সেইসাথে চিকিৎসা ও ওষুধ সরবরাহ এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য তাঁবু।

আমিরাতের ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত দলগুলো ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও লজিস্টিক প্রয়োজনের পাকিস্তানি ক্যাডার ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে যাতে তারা ক্ষতিগ্রস্তদের কাছে এই সহযোগিতা পৌঁছে দিতে পারে।

দুবাই প্রতিনিধি: হোসেইন আহমদ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon