শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

সিকৃবিতে কবি আখতারুজ্জামান আজাদ

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন চতুরঙ্গ এর উদ্যোগে রবিবার (২৮শে আগস্ট) সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক আখতারুজ্জামান আজাদ।

উক্ত অনুষ্ঠানটি বিকাল ৪ ঘটিকায় সিকৃবির কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। সাহিত্য আড্ডাটিতে আখতারুজ্জামান আজাদ এর কবিতা আবৃত্তি, প্রশ্নোত্তর পর্বসহ সমসাময়িক বিভিন্ন ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, কবি শাহাদাৎ হোসেন টিপু ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের সহকারী পরিচালক আবৃত্তিকার ও বাচিক শিল্পী মোঃ শরিফ উল হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক সায়ীদ ইশতিমাম, রূপালী ব্যাংক লিমিটেড,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র অফিসার শাহাদাৎ হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

সিকৃবি প্রতিনিধি: অর্ঘ্য চন্দ,  

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon