শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

কুয়াকাটায় পৌর বিএনপি’র কার্যালয় ভাংচুর

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

একই সঙ্গে কুয়াকাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান ওরফে সোহেলকে (৪৭) পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। তাঁর চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাঁকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ বলেন, ‘সিকদার সড়ক এলাকায় অবস্থিত আমাদের দলীয় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হঠাৎ করে মিছিল নিয়ে গিয়ে কার্যালয়ের তালা ভেঙে আসবাব ভাঙচুর করেন।

একপর্যায়ে তাঁরা কুয়াকাটা পৌর এলাকায় বিএনপির সমর্থক ব্যবসায়ী ওবায়দুল্লাহ সোহাগের ওষুধের দোকানে হামলা চালান। ওই দোকানে থাকা বিএনপি নেতা সাইদুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা।’

এ ছাড়া বিএনপির সমর্থক আরও কয়েকজন ব্যবসায়ীর দোকানে হামলা চালানো এবং কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আবদুল আজিজ।হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নন। বিএনপি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে।

জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

কুয়াকাটা,কলাপাড়া প্রতিনিধি : মোঃ মেহেদী হাসান সোহাগ

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon