বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলীর আর্শীবাদ পুষ্ট জাকির ও সামেদ আলী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় ২ জন , এছাড়া পুলিশসহ আহত হয়েছে আরও কয়েকজন।
সোমবার (২৯ আগষ্ট) সাকলে ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নের আকবর নগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আবুবক্কর (৩৫) ও আফজাল (৪০) ।
জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর ককটেল বিস্ফোরণসহ ইট, টেটা ছুড়ে মারে জাকির বাহিনী। এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু দৈনিক যুগের কণ্ঠস্বরকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, পূর্বের রেশ ধরে সামেদ আলী বাহিনীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। তবে একটি পরিত্যাক্ত ইট ভাটার ভেতর থেকে জাকির বাহিনী পুলিশের ওপর ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটায় একই সঙ্গে টেটা ও ইট ছুড়ে মারে। এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি বলে তিনি জানান। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও জাকির বাহিনীর সদস্যরা ইট ভাটার ভেতরে থেকে আক্রমণ করছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা
মন্তব্য