শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে খালেদ মিয়া নামের এক স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে সাভারের এনাম মেডিকেল থেকে নিহত স্ত্রী মণি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

নিহত মণি বেগম (৩৪) পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার খালেদ মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। তাদের মধ্যে কলহ লেগেই থাকতো বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২৮ আগস্ট) ওই এলাকার নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মণি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে স্বামি খালেদ মিয়া সাভারের এনাম মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মণি। এ ঘটনায় নিহত মণির স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে তার স্বামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, স্বজনের অভিযোগের ভিত্তিতে খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা) 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon