বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

সরকার মূল্যস্ফীতির প্রতিযোগিতায় নেমেছে, জুনায়েদ সাকি

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

মূল্যস্ফীতিকে কিভাবে বাড়িয়ে তোলা যায় এমন প্রতিযোগীতায় সরকার নেমেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।

সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭বছর উপলক্ষে শ্রদ্ধা নিবেদনে এসে তিনি মন্তব্য করেন।

জুনায়েদ সাকি বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবনের নাভিশ্বাস তুলছে। গরিব মানুষকে একটা না খাওয়া পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কতিপয় আওয়ামী লীগ সরকারের ছায়াতলে থাকা ক্ষমতাবানরা আজকে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ লুট করছে। তারা বিদেশেও ধনসম্পদ পাচার করছেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, সরকার ঠিকমতো খোঁজও নিচ্ছে না কারা সুইচ ব্যাংকে টাকা রাখছেন। কারা পৃথিবী বিভিন্ন জায়গায় লক্ষ কোটি টাকা পাচার করে আমাদের সম্পদ পুঞ্জিভূত করছেন। এটা করার জন্যই আসলে তারা ভোটাধিকার হরণ করেছে। এটা যাতে তারা চালিয়ে যেতে পারে সে কারণেই তারা মানুষের মধ্যে ভয় তৈরি করতে চায়।

তিনি বলেন, এসব কারনে আজকে আয়না ঘর তৈরি হয়। প্রাইভেট-সরকারি গোয়েন্দা সংস্থা, অথবা বেসরকারিভাবে ও রাজনৈতিক দলের মাধ্যমে গুন্ডাবাহিনীর মাধ্যমে টর্চার সেল তৈরি হচ্ছে। এই পরিস্থিতি থেকে বোঝা যায় সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু সরকার এটা ভুলে গেছে এই ভয়ে বেশীক্ষণ টিকিয়ে রাখা যায় না।

এসময় উপস্থিত ছিলেন, এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাস নাঈম বাবু, কেন্দ্রীয় সদস্য রহমান মোল্লা সহ আরো অনেকে।

আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা) 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon