পুলিশ লাইন্সে ট্রেজারী গার্ডে কর্মরত অবস্থা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন এক পুলিশ সদস্য। সোমবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্যর নাম, তানভীর আহমেদ আলিফ। সে রাজধানীর কেরানীগঞ্জের আটিঁ ভাওয়াল এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে চলতি বছরের জুন মাসে কনস্টেবল হিসেবে যোগদান করেন।
পুলিশ জানায়, নিহত কনস্টেবল তানভীর আহমেদ আলিফ ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত ট্রেজারী গার্ডের সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত ছিলেন। ৪টা ১৫ মিনিটে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে। পরে তার সাথে থাকা কনস্টেবল বোরহান গার্ড ইনচার্জ এএসআই মোশারফ হোসেনকে জানান। পরে দ্রুত কন্ট্রোল রুমে জানানো হয়। এ সময় তাকে এ্যাম্বুলেন্স করে ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে ভোর ৫টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, কনস্টেবল তানভীর আহমেদ আলিফের অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল শোক প্রকাশ করেছেন। এছাড়া জেলা পুলিশের সকল কর্মরত পুলিশ সদস্যগণ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা
মন্তব্য