শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা এবং দিনব্যপি একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো.মিরাজুল ইসলাম মিরাজ।

পৃথক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,ওসি তদন্ত মো. মেহেদী হাসান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল হোসেন মুফতী,কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামনু, এলজিইডি প্রকৌশলী মো. বদরুল আলম, প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেনারী সার্জন ডা: সোমা সরকার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফ্ইাজুর রশিদ খশরু জোমাদ্দার,ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। এসময় উভয় সকল ইউপি চেয়ারম্যানগণ, উভয় কমিটির সরকারি,বেসরকারি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মাদক এবং বাল্য বিবাহ রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে একটু সচেতনতা বাড়ানো সহ বর্তমানে বৈশ্বিক ভাবে দ্রব্যমূল্যের একটু উর্দ্ধগতি নীকভক দরিদ্রজনগোষ্ঠি জীবন বাঁচাতে ছোটখাট চুরির দিকে যাতে ঝুঁকে না পড়ে বা বাহির থেকে কোন গোষ্ঠী এ উপজেলার সুনাম নষ্ট করতে না পাড়ে সে জন্য সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।

সভার পূর্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব কম্পোনেন্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমের আওতায় ৪শিশুকে বিনামূল্যে হুইল চেয়ার,৪শিশুকে চশমা, ২শিশুকে নদগ অর্থ এবং ১শিশুকে ঔষধ বিতরণ করা হয়। এ ছাড়া সভার পরে সদ্যসমাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামন্ট এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর বিজয় গোল্ডকাপ ফুটবল টুর্নামন্ট উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন ও রার্নারআপ দলকে গোল্ডকাপ এর পরিবর্তে সমমূল্যের নগদ অর্থ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত ভাবে।

পিরোজপুর প্রতিনিধি: মোঃ ওমর হাসান

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon