বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

অনলাইন পোর্টালে সাংবাদিকতার নামে হাতিয়ে নিচ্ছে একটি চক্র লাখ লাখ টাকা

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

প্রতিকী ছবি

বর্তমান সময়ে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আর সেই ফেইসবুক ব্যাবহার কারিদের মধ্যে একটি চক্র নামে বেনামে পেইজ অনলাইন টিভি, অনলাইন সংবাদমাধ্যম খুলে সেখানে সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে জেলা, উপজেলা, ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগের কথা বলে অভিজ্ঞতা ছাড়া পদ পদবীর লোভনীয় অফার দিয়ে সহজ সরল বেকার তরুণ তরুণীদের আকৃষ্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উনারা বিজ্ঞাপনে টাকার কথা উল্লেখ না করে সুকৌশলে প্রতারণার ফাঁদ তৈরী করে থাকে। বিশেষ করে যখন কেউ তাদের বিজ্ঞাপনে কমেন্ট করে আমি এই জেলায় উপজেলায় প্রতিনিধি হতে চাই তখনি তারা কমেন্টের পাল্টা রিপ্লাই করে থাকে ইনবক্সে আসুন আর ইনবক্সে যাওয়ার পরপরই ওরা বলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ পুরো বায়োডাটা দেয়ার জন্য যখন বায়োডাটা প্রদান করা হয় ঠিক তার ঘন্টাখানিক পর ম্যাসেজ প্রদান করা হয় প্রিয় প্রতিনিধি আপনাকে আমরা প্রাথমিকভাবে প্রতিনিধি হিসাবে মনোনীত করেছি কিন্তু আপনার জায়গায় আরো দুজন প্রতিনিধি আমাদের বিবেচনায় রয়েছেন আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আপনাকে জেলা প্রতিনিধি হিসাবে ১০.০০০/- দশহাজার টাকা উপজেলা প্রতিনিধি হিসাবে ৫.০০০/- পাঁচ হাজার টাকা নিম্নে বর্ণিত বিকাশ নাম্বারে আগামীকালের মধ্যে বিকাশ করতে হবে আমরা আপনাকে আইডি কার্ড, লাইভের জন্য বোম সহ যাবতীয় উপকরণ সমুহ কুরিয়ারে প্রেরণ করবো, আপনার কুরিয়ারের ঠিকান আমাদেরকে প্রেরণ করার অনুরোধ করছি। যখনি সহজ সরল তরুণ তরুণীরা সহজে সাংবাদিকতার কার্ডের এই লোভনীয় অফার পেয়ে থাকে তখনি তারা টাকা প্রদান করে বিনিময়ে কেউ একটি সহজ সরল সাংবাদিকতার কার্ড পেয়ে নিজে নিজেকে সাংবাদিক ভেবে মনকে শান্তনা দিয়ে থাকে আর অনেকেই টাকা পাঠানোর পর শান্তনার কার্ড পায়নি তাদের সাথে যোগাযোগ করার শত চেষ্টা করেও সম্ভব হয়নি, এভাবেই প্রতিদিন মোবাইল সাংবাদিকতার নামে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা একটি চক্র। এভাবে ভুক্তভোগী হাজার হাজার তরুণ তরুণীরা লজ্জায় মুখ খুলে কোন অভিযোগ করছেননা অনেকেই প্রতারণার শিকার হওয়া এই সব চ্যানেলের সাথে বারবার যোগাযোগ করায় উল্টো হুমকি ধমকির শিকার হয়েছেন। এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়কে সুদৃষ্টি দিতে হবে এবং অনিবন্ধিত এই চ্যানল গুলো পরিচালনা কারিদের শর্ত স্বাপেক্ষ নির্দেশনা অনুযায়ি চলার তাগিদ প্রদান করতে হবে এবং অনিবন্ধিত চ্যানেল গুলোতে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণা করা হলে যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ ও জরিমানা করার বিধান রাখতে হবে। বিশেষ করে তরুণ তরুণীদের প্রতি আহবাণ থাকবে আপনারা যেকোন লোভনীয় এইসব অফারের ফাঁদে পা দিবেননা মনে রাখবেন সাংবাদিকতা সহজ না এটা একটি উত্তম ও মহান পেশা আপনি যদি সত্যিকারের সাংবাদিক হওয়ার স্বপ্ন লালন করে থাকেন তাহলে এর আলোকে নিজেকে গড়ে তুলুন দেখবেন টাকা দিয়ে সাংবাদিকতার কার্ড কিনতে হবেনা আপনার যোগ্যতা টাকা ছাড়াই এই মহান পেশার কার্ড উপহার দিবে….। সিলেট সদর প্রতিনিধি : রফিকুল ইসলাম মামুন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon