শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

রুহিয়ায় বিএনপি–স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কর্মসূচিঃ ১৪৪ ধারা জারি

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

ঠাকুরগাঁও সদর উপজেলায় একই স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান সোমবার সন্ধ্যায় এ আদেশ জারি করেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রুহিয়া বাজারের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

আদেশে বলা হয়, থানা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে বিএনপি অফিস এলাকায় এবং একই সময় ওই স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে।

ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেওয়া হয়নি।

দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আগামীকাল সভা-সমাবেশের নামে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ রাজু

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon