রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

অভয়নগরে সারের বস্তায় ওজনে কারচুপি করায় ব্যবসায়ীকে জরিমানা।

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২

প্রতিকী ছবি

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় এমওপি(মিউরেট অব পটাশ) সার কম দিয়ে বস্তা ভরতি করায় এক বেসরকারি সার আমদানিকারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আজ  মেসার্স ফারিয়া ট্রেডার্স বেসরকারি সার আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের একটি প্রতিষ্ঠান। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানজিলা আখতার আদালতটি পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,সোমবার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়ায় বেসরকারি সার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফারিয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. ফাইজুর রহমানকে ওই টাকা জরিমানা করেন। ৫০ কেজির এমওপি সারের বস্তায় ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম কম দিয়ে সার বস্তায় ভরতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার চেঙ্গুটিয়া ২ নম্বর ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৫০ কেজির এমওপি সারের বস্তায় ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম সার কম পাওয়া যায় । এ সময় মেসার্স ফারিয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. ফাইজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) তানজিলা আখতার বলেন, ৫০ কেজির এমওপি সারের বস্তায় ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম কম দিয়ে বস্তায় ভরতি করায় ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় মেসার্স ফারিয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. ফাইজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্র জানায়, মেসার্স ফারিয়া ট্রেডার্স সরকারের দেওয়া ভর্তুকির আওতায় ওই এমওপি সার বেলারুশ থেকে আমদানি করে জাহাজে করে দেশে আনে। এরপর সার ছোট জাহাজে করে খোলা অবস্থায় যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় ২ নম্বর ঘাটে আনা হয়। পরে খোলা ওই সার ৫০ কেজির বস্তায় ভরে করা হয়।

অভয়নগর প্রতিনিধি: মনিরুজ্জামান মিল্টন 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon