বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

মানবসম্পদ উন্নয়নে ভান্ডারিয়ায় টিএমএসএস’র কার্যক্রম শুরু

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

পিরোজপুরের ভান্ডারিয়ায় পিছিয়ে থাকা, অনগ্রসর, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এনজিও।

আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে টিএমএসএস-এর ভান্ডারিয়া সদর শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক রাজিব দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী।

টিএমএসএস সরকারের সহযোগী হিসেবে দেশের ৬৪ জেলায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভান্ডারিয়ায় শাখা খোলায় তাদেরকে অভিনন্দন জানান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য পরিদর্শক মো: মেজবা কবির রুবেল, টিএমএসএস এর বরিশাল ডোমেইন প্রধান (অপারেশন-৮) মোঃ আব্দুর রব খন্দকার, বিভাগীয় জোন প্রধান মোঃ ওহিদুজ্জামান বাবুল, আশা এনজিও’র শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র দাস।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬ জন নারী উদ্যোক্তার মাঝে ৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

পিরোজপুর প্রতিনিধি: মোঃ ওমর হাসান

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon