রাজশাহীর বাঘায় সোনাদহ উচ্চ বিদ্যালয় ও সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় চত্বরে এই গাছের চারা বিতরন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক, আড়ানী শাখার উদ্যোগে দুটি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সোনাদহ উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় একটি বকুল ফুল গাছের চারা রোপন করে চারা বিতরণ কাজের উদ্ধোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংক, আড়ানী শাখার ব্যবস্থাপক মো. আবু ইউসুফ । এ সময় উপস্থিত ছিলেন, সোনাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাব, সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামান,সহকারি শিক্ষক সুজন মাহমুদ, শফিউল ইসলাম, সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুস্প খাতুনসহ সহকারি শিক্ষক প্রমুখ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান,
মন্তব্য