শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

ফতুল্লায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

ফতুল্লার ভুইগড় থেকে অপহরনের ১৬ দিন পর অপহৃত স্কুল ছাত্রীকে (১৬) মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে আকাশ সরদারকে (১৯)। তবে বিষয়টি প্রেম ঘটিত বলে দাবি করেছেন গ্রেপ্তারকৃত যুবকের পরিবার।

সোমবার (২৯ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল খা এলাকা থেকে ওই স্কুল ছাত্রী কে উদ্ধারসহ আকাশকে গ্রেফতার করা হয়। এর আগে ঐ দিন দুপুরে অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহৃত মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আকাশ সরদার মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল সানবাড়ীর মোসলেম সরকারের পুত্র।

অপরদিকে গ্রেফতারকৃত আকাশ সরদারের পরিবারের সদস্যদের দাবী অপহরন নয় তারা একে অপরকে ভালবাসতো। আর তাই তারা নতুন জীবন সংসার বাধতে বাসা থেকে পালিয়েছিলো।

মামলায় উল্লেখ্য করা হয়,বাদীর মেয়ে স্থানীয় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। প্রতিদিনের মতো সে চলতি মাসের ১৩ তারিখ সকাল নয়টার দিকে নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। যথাসময়ে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ১৪ আগস্ট বাদীর স্ত্রী ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং ৯১০) করেন। পর লোক মারফত জানতে পারেন ১৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেফতারকৃত আকাশ বাদীর মেয়েকে ফুসলিয়ে স্কুলের গেইটের সামনে থেকে অপহরন করে নিয়ে গেছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান জানায়, সোমবার রাতে মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে আকাশ সরদার নামকমএক যুবক কে। মঙ্গলবার দুপুরে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত কে আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon