বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

পরকীয়ার কারনে বন্ধু কে কুপিয়ে হত্যা, র‌্যাবের অভিযানে আসামী আটক।

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

বগুড়ার চাঞ্চল্যকর শাহজাহান হত্যাকান্ডের যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী কে রাজধানীর শেরে-বাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত হলেন, আবু জাফর মোঃ কামরুজ্জামান সোহাগ ফকির (৪২)

আজ মঙ্গলবার (৩০আগস্ট) দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় র‌্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন এলাকায় চাঞ্চল্যকর শাহজাহান হত্যাকান্ডের যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী আবু জাফর মোঃ কামরুজ্জামান @ সোহাগ ফকির (৪২) কে রাজধানীর শেরে-বাংলা নগর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম শাহজাহান তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সোহাগ ২০১৫ সালে সৌদি-আরব গমন করলে ভিকটিম শাহজাহান স্বপরিবারে বগুড়া জেলার সদর থানার ওদ্দিরগোলা বাজারে সোহাগের দুই তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ২য় তলায় সাবলেট হিসেবে বসবাস করতে থাকে। এই সময়ের মধ্যে সোহাগের স্ত্রীর সাথে শাহজাহানের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। ২০১৭ সালে সোহাগ দেশে ফিরে আসার পর পরকীয়ার বিষয়টি শাহজাহানের স্ত্রী ও সোহাগ জেনে যাওয়ায় দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে সোহাগ ও তার স্ত্রীসহ শাহজাহানকে ধারালো বটি দ্বারা কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিম শাহজাহানের বড় ভাই বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বিজ্ঞ আদালত সোহাগের স্ত্রী মোছাঃ সালেহা আক্তার ফুলুকে ০৭ বছরের কারাদন্ড প্রদান করেন। মোছাঃ সালেহা আক্তার ফুলু পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে।

উক্ত হত্যাকান্ডের ঘটনার তদন্ত শেষে বিজ্ঞ আদালত গত ২৫/০৮/২০২২ তারিখ আসামী সোহাগকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বিজ্ঞ আদালতের রায়ের ০৫ দিনের মধ্যে র‌্যাব-৩ কর্তৃক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

রিপোর্ট - মোঃ জাহাঙ্গীর আলম পলক

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon