বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

বেকারী, চিপস্ ও চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেন র‌্যাব-১

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর উত্তরখান থানা এলাকায় বেকারী, চিপস্ ও চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সর্বমোট ০৮ লক্ষ টাকা জরিমানা করেন। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-১ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এসব তথ্য জানান।

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

তিনি বলেন গত ২৯ আগস্ট আনুমানিক ৩ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকা উত্তরখান থানাধীন কুড়িপাড়া, মাষ্টার পাড়া পাড়া, কাজীবাজার চাঁনপাড়া এলাকায় বেকারী, চিপস্ ও চকলেট প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধি জনাব শরিফুল ইসলাম এর নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো খাবার। ভেজাল কেক, বিস্কুট, চিপস্, ফাস্টফুড ও চকলেট তৈরী করার অপরাধে বিএসটি আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ১) “শুকরিয়া বেকারী” এর দোষী ব্যক্তি মোঃ সিরাজ (২৮), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ২) দীন ইসলাম (৩০), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ৩) লালন মিয়া (২৫), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ৪) আঃ খালেক (৩০), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ৫) “টপস চিপস বিডি লিঃ” এর দোষী ব্যক্তি মোস্তাফিজুর রহমান হিরন (৩৫), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ১,০০,০০০/- টাকা, ৬) মাহমুদ শরীফ (৩২), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ১,০০,০০০/- টাকা এবং ৭) মোঃ আরিফুর রহমান (৩৩), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ১,০০,০০০/- টাকা, ৮) “ক্রাপ প্রোডাকটস” এর দোষী ব্যক্তি মোঃ মোফাজ্জল হোসেন (৫৮), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৭৫,০০০/- টাকা, ৯) মোঃ রমজান আলী (৩৪), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৭৫,০০০/- টাকা, ১০) আরিফুল ইসলাম (৩৪), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৭৫,০০০/- টাকা, ১১) খায়রুল আলম (৪৫), থানা- উত্তরখান, ডিএমপি, ঢাকা’কে ৭৫,০০০/- টাকাসহ *সর্বমোট ৮,০০,০০০/- টাকা* জরিমানা করা হয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

রিপোর্ট - মোঃ জাহাঙ্গীর আলম পলক 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon