শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
 

বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে আফগানিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২

 ফাইল ছবি

হোসেইন আহমদ দুবাই প্রতিনিধিঃ এশিয়া কাপের ১৫তম আসরে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারানোর পর আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে।

১২৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দুই আফগান ওপেনারের মন্থর শুরু, ৪ ওভার উইকেট না দিলেও পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বল মারতে গিয়ে স্টাম্পিং হন ১১ (১৮) রান করা রহমানউল্লাহ গুরবাজ।

এদিন ধীরে রান তুলতে থাকেন হজরত উল্লাহ জাজাই। ২৬ বলে ২৩ রান করে এলবিডব্লু হন মোসাদ্দেকের বলে।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছে আফগানিস্তানের। রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই মিলে খেলেছেন ৪ ওভার।

রান একটু ধীরে আসলেও লক্ষ্যের দিকেই এগোচ্ছিলেন দুই ওপেনার। তবে পঞ্চম ওভারের প্রথম বলে গুরবাজ ফিরলেন স্টাম্পিং হয়ে। সাকিবের করা বলটা ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে লাইন হারান এই ব্যাটার।

এর আগে সাকিবের দ্বিতীয় ওভারে জীবন ফিরে পান গুরবাজ। সাকিবের লেংথ বলে বাউন্ডারি মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন। যদিও তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকটা নাগালে থাকলেও হাতে রাখতে পারেননি সাবেক অধিনায়ক।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon