বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ, নিহত ১, গুলিবিদ্ধ ২৩

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

বিএনপির সাথে হওয়া পুলিশের সংঘর্ষে গুলিবৃদ্ধি হয়ে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আরও ২৩ থেকে ২৫ জন গুলিবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইটে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজ আহম্মেদ শাওন। সে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহেব আলীর ছেলে। একই সাথে স্কুল শিক্ষার্থী আগত রয়েছে ৩ জন। তাদের মাঝে ২ জন পরীক্ষা চলাকালে ক্লাসের মধ্যে টিয়ারশেল গ্যাস ঠুকায় অজ্ঞান হয়ে যায়। অন্যজনের সামনে বিস্ফোরণ হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে বলে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা থেকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়ছে পুলিশ। চলে দুপুর ১২টা পর্যন্ত। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি বলেন, ‘শাওন সকালে এনায়েত নগর এলাকা থেকে কর্মসূচিতে যায় মিছিল নিয়ে। সেখানে কর্মসূচিতে পুলিশ আক্রমণ চালিয়েছে। শাওন গুলিবৃদ্ধ হয়ে মারা গেছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম বলেন, ‘সড়কে নেমে বিশৃঙ্খলা করতে চাইলে প্রথমে তাদের বাধা দেয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে পুলিশের ওপর ইটপাকেল নিক্ষেপ করে। সড়কে আগুন জ্বালিয়ে দেয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ ইমরান হোসেন তালহা

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon