শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

পাকিস্তানে ত্রান দেবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২২

---
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তান।তাদের সাহায্যার্থে ত্রান সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ।বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, ওরাল স্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে দেশটিতে পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার এক লাখ পিস ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, পাঁচ হাজার পিস মশারি, দুই হাজার পিস কম্বল ও দুই হাজার পিস তাঁবু।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon