বিগত সকল প্রধানমন্ত্রীকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তার বাকিংহাম রাজপ্রাসাদ থেকে নিয়োগ দিলেও এবার আর তা হচ্ছে না।কনজারভেটিভ পার্টির বৈঠক শেষে সিদ্ধান্ত নেয়া হয়,আগামী 5 সেপ্টেম্বর সোমবার কনজারভেটিভ পার্টির নির্বাচন শেষে ঘোষনা হবে কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।ব্রিটেনে নতুন যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনি ও বরিস জনসন ৬ই সেপ্টেম্বর যাবেন স্কটল্যান্ডে। সেসময় রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডন তার বাকিংহাম রাজপ্রাসাদে থাকবেন না। তিনি থাকবেন স্কটল্যান্ডের বালমোরালে। সেখান থেকেই তিনি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।
গত বুধবার (৩১ আগস্ট) বাকিংহাম রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে বলে বিবিসি এক সংবাদ বার্তায় জানানো হয়। ৯৬ বছর বয়সী রানি তার ৭০ বছরের রাজত্বকালে প্রধানমন্ত্রীদের সর্বদাই নিয়োগ দিয়েছেন তার লন্ডনের বাকিংহাম প্যালেসে। স্কটল্যান্ডে তার বিপুল ভক্ত, দর্শক থাকলেও ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীকে নিশ্চয়তা দিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বয়সজনিত কারণে রানীর চলাফেরায় সমস্যা হয়। তাই সিদ্ধান্ত বদলের কথা আগেই জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃটেনে ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির নেতা হিসেবে আগামী ৫ই সেপ্টেম্বর সোমবার নির্বাচন শেষে ঘোষণা করা হবে কে হচ্ছেন বরিস জনসনের পরবর্তী উত্তরসূরী পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস নাকি সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। তার পরদিনই রানির কাছে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বরিস জনসন। এর পরপরই নব্য প্রধানমন্ত্রী রানির সঙ্গে সাক্ষাৎ করবেন।এবং সেদিনই নিয়োগ হতে পারে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
মাজহারুল হাসান রাকিব
মন্তব্য