দীর্ঘ দুই দশক বিদেশে পালিয়ে থাকা নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামি জাকির খানকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে ব়্যাব-১১৷ রাজধানির বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় ব়্যাব-১১ এর সদর দপ্তরে জাকিরের গ্রেপ্তারের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে সংস্থাটি৷
সূত্রমতে, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেএমইএ’র সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলার অন্যতম আসামী জাকির খান। ২০০৪ সালের ১১ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী লৎফর জামান বাবুর নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জেলা পুলিশের একটি অনুষ্ঠানে এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের নিদেশ দেন। এরপরই নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকার সেগুনবাগিচায় তৎকালীন প্রভাবশালী মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বাসভবনে আশ্রয় নেয় জাকির খান। ওই বছরের ২০ ডিসেম্বর ওই মন্ত্রীর সহায়তায় থাইল্যান্ডে পালিয়ে যায় সে।
আরও বিস্তারিত জানতে চোখ রাখুন
দৈনিক যুগের কণ্ঠস্বরের পত্রিকার পাতায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা
মন্তব্য