শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

মির্জাগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী মির্জাগঞ্জ উপজেলা শাখা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন সামনে রেখে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে সভাস্থল ও তার আশপাশের এলাকা। উপজেলা সদর বরিশাল-বরগুনা মহা সড়কের দুপাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হয়েছে রংবেরঙের পোস্টার,ব্যানার ও ফেস্টুন। করা হয়েছে একাধিক দৃষ্টিনন্দন গেইট । বিকেল ৪ টার পর বর্ধিত সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার,ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে মুহুর্মুহু করতালি ও বিভিন্ন স্লোগান সহকারে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়। সভা শুরুর নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পরিপূর্ন হয়। সভাস্থল উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনের বাহিরেও ছিলো স্বতঃস্ফূর্ত শত শত নেতাকর্মীদের উপস্থিতি। বর্ধিত সভাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ছিলো বাঁধভাঙ্গা আনন্দ উৎসবের আমেজ। এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাড.মো.শহীদুল ইসলাম শহীদ। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.জহিরুল ইসলাম লোটাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম মহসিন মৃধার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড.সৈয়দ মো.সোহেল। বিশেষ অতিথি ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এ্যাড.জাহাঙ্গীর সিকদার,মো.জহির উদ্দিন মিয়া লিটু,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহানুর রহমান সুজন,খন্দকার অহিদুজ্জামান সাকিব,সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল হক রেজা,মো.মাহমুদ হাসান,প্রচার সম্পাদক মো.ইমতিয়াজ,দপ্তর সম্পাদক মো.আতিকুজ্জামান নোমান। এছাড়াও বর্ধিত সভায় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সামনের সম্মেলনে বিভিন্ন পদ প্রত্যাশীসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জাগঞ্জ প্রতিনিধিঃ মোঃ শাহিন হাওলাদার,  

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon