বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

পাথরঘাটায় ঢুকতে দেয়া হয়নি বিএনপি নেতাকে, অগ্নিসংযোগসহ গুঁড়িয়ে দেয়া হলো শতাধিক গাড়ি

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২

---
গাড়িবহর নিয়ে প্রবেশকালে বরগুনা-২ আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এবং সাবেক বরগুনা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে তার নিজ এলাকা পাথরঘাটায় ঢুকতে দেয়নি আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

৫ সেপ্টেম্বর সোমবার পাথরঘাটার পুর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার কথা ছিলো মণি’র। স্থানীয় বিএনপির ওই ঘোষনার পরেই পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলো শহরে বিক্ষোভ করতে থাকে। রবিবার বিকেলে পাথরঘাটার সীমান্ত এলাকা সিএন্ডবিতে বিএনপি কর্মীদের একটি মোটরবাইকে অগ্নিসংযোগ সহ শতাধিক বাইক পিটিয়ে গুড়িয়ে দেয়া হয়। ওই স্থানে সাবেক সাংসদ নুরুল ইসলাম মণি ও তার সহযোগীরা ইটপাটকেলে আহত হন। পরে পাথরঘাটা থানাপুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সাবেক সাংসদ মণি নিরাপদে ওই স্থান তাগ করেন। এদিকে দিনভর পাথরঘাটা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা চলছে। রবিবার সন্ধায় এরিপোর্ট তৈরীকালে পাথরঘাটার শেখ রাসেল স্কয়ারে উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভসভাশেষে প্রতিবাদ সভা করে। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির,আওয়ামীলীগের নেতা আকন মোহাম্মদ সহিদ সহ অন্নান নেতারা বক্তাব রাখেন। ওই সভাথেকে নুরুল ইসলাম মণিকে পাথঘাটায় অবাচিত ঘোষনা করে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদতপুর্ন আচারনকারী হিন্দুদের বাড়িঘর দখলকারী একজন টিনচোরের যায়গা পাথরঘাটার মাটিতে হতে পারেনা। উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন,বিএনপির বিরুদ্ধে আমাদের এ আন্দোলন নয়। বিএনপি তাদের রাজনীতি করবে। আমাদের সমাবেশ হচ্ছে বঙ্গকনা শেখ হাসিনাকে নিয়ে তার বেফাঁস মন্তব্য, হিন্দুদের জমিদখল, গরীবের টিনচুরি সহ অনায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার বিরুদ্ধে আমরা তাকে পাথরঘাটার পবিত্র মাটিতে অবাচিত ঘোষনা করেছি।

এঘটনায় কাকচিড়া ইউপি চেয়ারমান ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন পল্টুসহ কমপক্ষে ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও শনিবার রাত ১০টার দিকে আওয়ামীলীগ কর্মীদের হামলায় নাচনাপাড়া ইউনিয়নের বিএনপি নেতা মিল্টন গয়ালী সহ বেশ ক’জন আহত হয়েছে বলে জানাগেছে। শহরে পুলিশ টহল বারানো হয়েছে। বর্তমান পরিস্থিতি থমথমে রয়েছে।

অমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা)

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon