শনিবার, ১৫ মার্চ ২০২৫
 

কুতুবপুর সূর্যের হাসি ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

নারায়ণগঞ্জের পশ্চিম লামাপাড়া আনোয়ার

হোসেনের বাড়িতে ১ম ও ৩য় তলা ফ্লোরে অভিযান পরিচালনা করে সিভিল সার্জন মশিউর রহমান।

সোমবার ০৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সিভিল সার্জন মশিউর রহমান বলেন, কুতুবপুর এলাকার এই সূর্যের হাসি ক্লিনিকে আমরা পরিদর্শনে এসেছি। এ ক্লিনিকের ভিতেরর পরিবেশ আমরা ভালো পেয়েছি। এই ক্লিনিকটি মূলত নিম্ন শ্রেণীর মানুষদের জন্য ভালো মানের চিকিৎসা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত। কোন ক্রুটি না পাওয়ার কারণে আমরা সন্তুষ্ট। প্রতিটি ক্লিনিকে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার শফিকুর রহমান বলেন, প্রায় ১২ বছর যাবত প্রতিষ্ঠিত সূর্যের হাসি ক্লিনিক । এই ক্লিনিকটির ব্যাচ নং ১৯। মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা,নরমাল ডেলিভারী, সিজার ডেলিভারী ইত্যাদি কার্যক্রম অব্যাহত রয়েছে। এই হাসপাতালের নিম্ন শ্রেণীর মানুষের জন্য। আমরা তাদেরকে উন্নত মানের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের ডাক্তার রয়েছে, ডাক্তার মৌসুমী রহমান মেডিকেল অফিসার, ডাক্তার তাহের আক্তার মেডিকেল অফিসার সহ আরো ২০ জন নার্স।

এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মশিউর রহমান, সিভিল সার্জন কর্মকর্তা আনোয়ার, সিভিল সার্জন কর্মকর্তা মামুন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon