শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

বন্দরে দেশিও অস্ত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার মদনপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সারে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মদনপুরে আন্দিরপাড়ে আলিম গং ও সোহেল ও খলিল মেম্বার গ্রুপের মাঝে পুর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষ হয়। এসময় দুই পক্ষের অনেকে চাপাতি, রামদা, ছুরি, টেডাসহ দেশিও অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা দৈনিক যুগের কণ্ঠস্বর কে বলেন, তাদের পূর্ব শত্রুতার জেরেই তারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা ওইখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছে। সংঘর্ষে একজন আহত হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইমরান হোসেন তালহা 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon