শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

নব নিযুক্ত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনিয়নের চেয়ারম্যানগন

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা নবগত ওসি মোল্লা সাহেব আলীর আগমন উপলক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন গজারিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

সেসময় গজারিয়া উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করেন প্রতেক ইউনিয়নের চেয়ারম্যানগন। সৌজন্য সাক্ষাৎ করেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি সাহেব,বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল,ইমাম পুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান জিতু।

কামরুল হাসান ফরাজি ঃ- সৌজন্য সাক্ষাৎ কালে নবগত ওসি মোল্লা সাহেব আলী সাহেব কে জানান,তিনি টেংগারচর ইউনিয়ন কে একটুি আধুনিক রুচিসম্মত মডেল ইউনিয়ন পরিষদে রুপান্তর করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।তিনি ওসি সাহেব কে আরো জানান,সে নির্বাচিত হবার পর তার ইউনিয়নে তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিতে দেননি।তার ইউনিয়নের আওতাধীন সকল নাগরিক শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করে আচ্ছেন।আপনি আমাদের সেবায় নতুন এসেছেন আমরা আপনার পাশে আছি এবং আপনাকেও আমাদের পাশে থেকে গজারিয়া উপজেলা কে একটি আদর্শ উপজেলায় রুপান্তর করিতে সারথি হবেন। মিজানুর রহমান প্রধান তিনি ওসি মহোদয় এর সাথে আলাপ চারিতায় তার বাউশিয়া ইউনিয়নের সার্বিক বিষয় আলোচনা করেন।তার ইউনিয়ন কে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী পরিচালনা করে আসিতেছে।প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন করিতে প্রতিটি গ্রাম হবে শহরে তারি ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর আশ্রয়ায়ন পকল্প,সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসিতেছে।তার ইউনিয়নে অতীতে হানাহানি সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী,দলের চক্রান্ত মূলক কার্যকলাপ হলে ও তিনি চেয়ারম্যান হবার পর তাহ একেবারে নির্মুল করিতে না পারিলেও অনেকটা শক্ত হাতে প্রতিহত করিতে সক্ষম হয়েছেন। শহিদুজ্জামান জুয়েল বালুয়াকান্দি ইউনিয়ন পুরোটাই আমার পরিবার আমি মনে করে আমার ব্যক্তিগত কোনো পরিবার নেই।কেননা বালুয়াকান্দি বাসী তাদের সেবার জন্য তাদের জানমাল রাক্ষার জন্য আমাকে দ্বিতীয় বাড়ের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন, তাই আমি আমার পরিবার কে যতটুকু ভালোবাসী আমার ইউনিয়নের প্রতেকটি নাগরিক কে ততটুকুই ভালোবাসি।তাই আপনি এসেছে আপনার বিচক্ষণতার পরিচয় দিয়ে আমাদের গজারিয়াকে সন্ত্রাস মুক্ত করিবেন, আপনার সার্বিক বিষয়ে আমি সব সময় পাশে আছি,আমাদের পাশেও আপনাকে সবসময় চাই। হাফিজুর রহমান জিতু গজারিয়ায় উপজেলার বিতর ইমাম পুর ইউনিয়ন একটি ব্যাতিক্রমিক ইউনিয়ন তাহ আপনি দুই দিক দিয়েই বিচার বিশ্লেষণ করিলে রেজাল্ট সঠিক।আমার ইউনিয়নে গজারিয়ার গর্ব তথা সারাদেশের গর্ব এরকম সম্মানিত ব্যক্তিবর্গ ও যেমন রয়েছে। তেমনিতে আমার ইউনিয়নে বিভিন্ন কাল হাতের কুচক্রী মহল ও সংক্রীয়। তার মাঝে আমি আমার ইউনিয়ন কে গজারিয়ায় রোলমডেল হিসেবে তুলে ধরিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করিতেছি কিছু হয়েছে।আমি আশা করি আমি নির্বাচনের পর ইউনিয়ন যে ভাবে শান্ত আছে এমন ভাবে থাকিলে অচিরেই আমরা গজারিয়া উপজেলার শ্রেষ্ট ইউনিয়নের খেতাব প্রাপ্তি পাবো বলে আশা রাখি।এ জন্য গজারিয়া আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা প্রত্যাশি,আমিও আমার ইউনিয়নের সার্বিক বিষয় আপনাদের পুলিশ প্রশাসন কে সহায়তা করিবো।

গজারিয়া প্রতিনিধিঃওসমান গনি 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon