শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

সাংবাদিককে মেরে কানের পর্দা ফাটিয়ে দিল বিএমডিএ কর্মকর্তারা

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২

 ফাইল ফুটেজ

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব এবং ক্যামেরাপার্সন রুবেল রাজশাহীতে তথ্য সংগ্রহ করতে গেলে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব এবং ক্যামেরাপার্সন রুবেল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও রাজশাহীতে বেশ কিছু দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সময় মতো অফিসে আসছেন না।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পোনে ৯টার দিকে বিএমডিএ’র নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা অতর্কিত হামলা চালায়।

আহত দুই সাংবাদিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরা পার্সন রুবেল ইসলামের কানের পর্দা ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি হাসপাতালের ৩৩ নম্বর ওয়া‌র্ডে ভ‌র্তি আছেন।

এ ঘটনায় চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজে), রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

এ ঘটনার শাস্তির দাবিতে বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

রাজশাহী প্রতিনিধিঃ 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon