টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইস মিলে দূর্ঘটনায় তিন শ্রমিকের নিহতের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৫ আগস্ট) টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গোপালপুরে একতা রাইস মিলে তিন শ্রমিক নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. আতাউল গনি আরো বলেন, তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত অনুযায়ী ওই চাল মিলটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হবে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ পরিবহন ও দাফনের জন্য নিহত তিন পরিবারের প্রত্যেককে ২০ হাজার করে ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রবিবার রাত ১০টার দিকে টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইলে একতা রাইস মিলে এক হাজার মন চালের শেড ধসে ৩ শ্রমিকের নিহতের ঘটনা ঘটে।
টাঙ্গাইল প্রতিনিধি: শেখ রুবেল,
মন্তব্য