বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২

প্রতিকী ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাস টিকটক ভিডিও ধারণ ও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে কলেজের নির্ধারিত পোশাক পরিধান করে আসার জন্য বলা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার, কলেজ নির্ধারিত পোশাক

পরিধান না করে আসা (একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য) ইত্যাদি কলেজের শৃংখলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে ইবরাহীম খাঁ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বলেন, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোন ব্যবহার, টিকটক ভিডিও ধারণ ও ফেসবুকে আসক্ত থাকে। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পরিধান করে আসে না। এটা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা বেশি করে থাকে। এতে একদিকে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে এবং অপরদিকে

কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আর এজন্যই এমনটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

টাঙ্গাইল প্রতিনিধি: শেখ রুবেল,  

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon