শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

দেশের সম্মান আমরা নষ্ট হতে দেবনা : গোলাম মোস্তফা রাসেল

JK0007
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২

---
সনাতন ধমালম্বিদের আসন্ন অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশের সাথে প্রস্ততিমুলক সভা করেছেন নারায়ণগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা আইন ও সরকারি নির্দেশনা মেনে পুজার আয়োজন করার প্রতিশ্রুতি দেন। আর এই প্রতিশ্রুতি যাতে ঠিক মতো পালন করা হয়, সে জন্য কড়া ভাবে নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার বলেন, আপনারা বলেছেন, ভলেন্টিয়ার থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে, জেনারেটর থাকবে সব কিছুই থাকবে। তার পরেও দেখা যায় অনেক কিছু থাকে না। আমরা মিটিং এ বলে যাই সব কিছুই থাকবে, তবে পরিদর্শনে গেলে সব কিছু দেখা যায় না। বলে, এই যে আসতাছে বা রাস্তায় আছে, আনতে ভুলে গেছি; এরোকম যাতে না হয়। আমরা আমাদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি সেটা রক্ষা করবো। আর আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাও দয়া করে রক্ষা করবেন।

তিনি বলেন, আপনাদের মধ্যে একটা অভাব পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে, মুসলমান কমিউনিটির সাথে আপনারা কথা বলতে চান না। ধরেন, পুজা মন্ডপে কোন একটা ঘটনা ঘটলো। তখন পাশের মসজিদের যে ইমাম বা জনপ্রতিনিধি আছে, সবার আগে তাদের বলেন যে এই ধরণের একটা ঘটনা ঘটেছে; আপনার মসজিদ থেকে কোন এনাউন্সমেন্ট যাতে না আসে। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, এটার মানে হচ্ছে সকল ধর্মের লোক এক সাথে মিলে মিশে বসবাস করা। অন্য ধর্মের মানুষদের ভুল বুঝার কোন কারণ নাই। যারা দুস্কৃতিকারী তার খুব ছোট মাপের লোকজন। এমনও হয় যে মসজিদের ইমাম, সে কিছু জানেই না; কোন এক দুস্কৃতিকারী মসজিদে ঢুকে মাইকে এনাউন্স করে দিছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু ঘোলাটে। বিগত দিনে সারা বাংলাদেশে আপনারা অনেক কিছু দেখেছেন। এই উৎসবটা কিন্তু বাংলাদেশে খুব গুরুত্বপূর্ন একটা ইভেন্ট। একটি কমিউনাল ক্লেশের মাধ্যমে বাংলাদেশকে ছোট করার জন্য, সরকারকে হেও করার জন্য কেও না কেও বসে আছে। তো আমরা এখানে সবার কাজ হচ্ছে ভালো ভাবে একটি উৎসব জাতিকে উপহার দেয়া। যাতে আন্তর্জাতিক ভাবে আমাদের ছোট হতে না হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনসহ বিভিন্ন থানা ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পুলিশ-প্রশাসনের অনেক কর্মকর্তাগণ।

মোঃ ইমরান হোসেন তালহা নারায়ণগঞ্জ প্রতিনিধি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon