শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

শিকলবাহায় পানিবন্দী হয়ে জনদুর্ভোগ হাজারো মানুষ

JK0007
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২

---
পানি নিষ্কাশনের জায়গা না রেখে অপরিকল্পিতভাবে শিল্প কারখানা তৈরীর করার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৩,৪, ও ৭ নং ওয়ার্ডের হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে,

বৃহস্পতিবার শিকলবাহা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ৩,৪,ও ৭নং ওয়ার্ডের মানুষ চলাচলের প্রধান প্রধান সড়ক মানুষের বাড়িঘর, ইবাদত খানা, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হাঁটু পরিমাণ পানি জমা থাকতে দেখা যায়,
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা যুগের পর যুগ এখানে বসবাস করতেছি এর আগে কোনো দিনও এইখানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, কিন্তু কয়েকদিনের বৃষ্টির পানিতে এলাকা প্লাবিত হওয়ার কারণ হলো যে জায়গা দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল সে জায়গাটিতে কিছুদিন আগে এনডি গ্রুপ নামে একটি শিল্প প্রতিষ্ঠান এসে পুরা জায়গাটি ভরাট করে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ নেওয়ার ফলে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে সহজে নির্মাঞ্চল গুলো প্লাবিত হয়ে পড়েছে,

সর্বশেষ বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে বলেন, আমি ইতিমধ্যে এলাকার গূণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে প্লাবিত হওয়া এলাকাগুলো পরিদর্শন করেছি এবং এনডি গ্রুপ ও উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবগত করেছি,
তিনি আরও বলেন, আমি আশা করতেছি অবিলম্বে এনডি গ্রুপ জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে, যদি তা না হয় তাহলে আমি ইউনিয়নের জনসাধারণকে সাথে নিয়ে তা মোকাবেলা করব ইনশাআল্লাহ,

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা গুলোতে হাঁটু পরিমাণে পানি হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান আসা বন্ধ করে দিয়েছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন শিক্ষকরা,
স্থানীয়রা বলেন, অতিদ্রুত যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা এনডি গ্রুপ কর্তৃপক্ষ গ্রহণ না করে তাহলে এলাকা বাসীরা কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন

কর্ণফুলী প্রতিনিধি, মুহাম্মদ আয়াজ

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon