জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে চিকিৎসাধীন অবস্থায় ,বরণ করেছেন।
স্বনামধন্য এই শিক্ষকের মৃত্যুতে শোকের আবহ বইছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী মাঝে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক বিবৃতিতে তিন দিনের শোক প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসা নিচ্ছিলেন হাসপাতালে। আজ সকাল ৬ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ব্যবসায় প্রশাসন অনুষ্ঠানের ডিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য, অর্থ কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য সহ আরও অনেক জায়গায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন একজন সাহসী মানুষ। দায়িত্ব পালন করতে গিয়ে তার নেতৃত্বে প্রমান মিলেছে এসব গুণাবলির।
বেলা ২ টায় ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরা দেহ রাখা হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর নীল দল, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ব্যবস্থাপনা বিভাগ, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ও ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্র শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারী পরিষদ সকলে শ্রদ্ধা নিবেদন করে।
আবু ইসহাক অনিক
মন্তব্য