শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

সঠিক নেতৃত্বের কারণে করোনার মোকাবেলা করতে পেরেছি : সিভিল সার্জন

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আমরা চাচ্ছি আপনাদের সকল সেবা এই হেলথ কেয়ারের মাধ্যমে দিতে যাতে করে আপনার কর্ম সময় বাঁচে তাতে আপনার অতিরিক্ত সময় নষ্ট না করে এই খান থেকে নেয়ার যায় ।

আপনি করোনা ভ্যাকসিন নেয়ার জন্য একটি কেন্দ্রে যেতে হতো তাতে করে আপনার সময় অর্থ সবই নষ্ট হতো। আপনার একটা দিন নষ্ট হতো। আমরা যে সেবা দিয়ে থাকি এবং এখান থেকে দেওয়া হয় এখন থেকে সমন্বয় মাধ্যমে এখন থেকে সব সেব এখান থেকে পাবেন।

তারপরও যদি প্রতিষ্ঠান মনে করে আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে সব সময় আপনাদের পাশে থাকবে। আপনাদের জরুরী প্রয়োজনে বিনা মূল্যে এ্যাম্বুলেন্স পাবেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাঠানটুলী সংলগ্ন এলাকায় নিট কর্নসান গ্রুপ এর গার্মেন্টস কর্মীদের অংশগ্রহনে স্যাটেলাইট হেলথ কর্ণার বিষয়ক মতবিনিময় সভা ও করোনা ভাইরারেস বুষ্টার ডোজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা চাইবো আপানাদের যে সমস্যা গুলো আছে এই স্যাটেলাইট হেলথ এসে কথা বলবেন। আজ আমাদের সঠিক নেতেৃত্বের কারণে আমরা করোনার মোকাবেলা করতে পারছি। আমরা মধ্যম সাড়ির দেশ থেকেও করোনা কে কিভাবে মোকাবেলা করেছি।

আমাদের সঠিক নেতেৃত্ব সঠিক সিদ্ধান্ত থাকার কারণে সারা বিশ্বে পঞ্চম এবং এশিয়ার মধ্যে প্রথম হয়েছি। আমরা চেষ্ট করলে অনেক কিছু করতে পারি যে জাতি ৯ মাস যুদ্ধ করে একটি মানচিত্র অর্জন করতে পেরেছে সে জাতি বীর জাতি সেই জাতি সব কিছু করতে পারে ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোস. ইসমত আরা, সদর উপজেলা নির্বহী অফিসার মো রিফাত ফেরদৌস, সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, নীট কনসার্ন গ্রুপ এর কর্পোরেট জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মোল্লা, সদর উপজেলা পরিবার পরিবকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়সহ গামেন্টর্স কর্মকর্তা ও গামেন্টর্সকর্মীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon