শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

গ্যাস সঙ্কটে নারায়ণগঞ্জবাসী তিতাসকে চিঠি দিলেন এমপি শামীম ওসমান

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২

ফাইল ফুটেজ

নারায়ণগঞ্জে শহর ও শহরের বাহিরে ইউনিয়ণ পরিষদ, পৌরসভার বাসিন্দাদের অন্যতম প্রধান সমস্যা গ্যাস সংকট। তাই গ্যাস সঙ্কট নিরসনের দাবি জানিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

চিঠি দেয়া বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশিদ।

তিনি জানান, বর্তমানে আমাদের যে পরিমান গ্যাসের চাহিদা সে পরিমান গ্যাসের সাপ্লাই আমরা দিতে পারছি না। সাময়িক সময়ের জন্য আমাদের এমন গ্যাস সংকট দেখা দিয়েছে। তবে আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে। যদি এটা চালু হয়ে যায় তাহলে গ্যাস চালিত যে পাওয়ার প্লান্ট আছে সেগুলো বন্ধ করে দেয়া হবে। এতে আমাদের কিছুটা গ্যাস সংকট মুক্ত হবো। আর আমাদের এই সংকটটা যে শুধু নারায়ণগঞ্জে তা কিন্তু নয়। এটা সারাদেশেই বহমান আছে। নারায়ণগঞ্জে মানুষের কাছে আমার আহ্বান থাকবে ‘আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আপনারা সরকারকে একটু সহায়তা করুন। আশা করি আমরা খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠবো।

তিনি আরও জানান, গ্যাস সঙ্কট নিরসনের দাবি জানিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান মহোদয়। আমরা তার এই চিঠি গ্রহন করে ইতোমধ্যে ঢাকায় আমাদের হেড অফিসে পাঠিয়েছি। হেড অফিস থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, সরেজমিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে, নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘লাইভ নারায়ণগঞ্জ ডটকম’ গ্যাস সংকট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। নিউজ প্রকাশ হওয়ার ১দিন পরই গ্যাস সঙ্কট নিরসনের দাবি জানিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon