শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

ভারতে আশ্রায় নেওয়া ৯০ জেলে জেলেদের পরিবারগুলো চরম শঙ্কায়, কখন ফিরবে !

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২

প্রতিকী ছবি

গভীর সাগরে ঝড়ের কবলে পড়ে ভারতে ভেসে যাওয়া, পাথরঘাটা,বরগুনা পিরোজপুর ও ভোলার গত ১৮ ও ১৯ সেপ্টেম্বরে আশ্রায় নেওয়া ৯০ জেলে ভারত থেকে এখনো ফিরে আসতে পারেনি বাংলাদেশে।

এদের মধ্যে ভারতের কাকদ্বীপে ৪৬, রায়দীঘি ১১ মৈপিট ১৭ ও কেনিং আশ্রয় কেন্দ্র ১৬ জেলেসহ ৯০ জেলে ভারতে চরম বিপর্যস্তভাবে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতি।

এ ছাড়াও পাথরঘাটার ছগির আলমের মালিকানাধিন এফবি সিরাজুল হক ট্রলারের ৬ ও বরগুনার নলীর মোঃ জাহাঙ্গীর মোল্লার মালিকানাধিন এফবি ভাই ভাই ট্রলারের ২ এবং বরগুনার নিশান বাড়িয়ার মোঃ ছত্তার মাষ্টারের মালিকানাধিন এফবি মাহদি ট্রলারের ১জনসহ ৯ জেলের খোঁজ মিলেনি এখনো এবং চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন ভারতের কাকদীপ আশ্রয় কেন্দ্র আশ্রয় গ্রহনকরা মহিপুরের ইউনুছ গাজী।

জানা গেছে গত ১৫ সেপ্টেম্বর পাথরঘাটার বিএফডিসি থেকে ছগির আলমের এফবি সিরাজুল হক ট্রলার নিয়ে ১১ জেলে ইলিশ শিকারে যান গভীর সাগরর ।

১৮ আগস্ট নিম্নচাপের ফলে সৃষ্ট ঝড়ে ডুবে যায় ট্রলারটি।

উত্তাল সমুদ্রের ভাসতে ভাসতে ভারতের কোস্টগার্ডের সহযোগিতায় পাঁচ জেলে দেশে ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি ছয় জেলের।

খোঁজ নিয়ে জানা গেছে ভারতে থাকা ৯০ জেলেসহ নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম শঙ্কায়সহ অর্ধাহারে অনাহারে দিন কাটছে। নিখোঁজ ছগির আলমের এফবি সিরাজুল হক ট্রলারের জেলে মোঃ হাকিমের বাড়িতে গিয়ে দেখা গেছে অর্ধাহারে অনাহারে চলছে তাদের সংসার।

হাকিমের বাড়িতে গিয়ে তাদের বর্তমান অবস্থা জানতে চাইলে দৈনিক যুগের কন্ঠস্বর প্রতিনিধি এর সাথে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবার।

খোঁজ নিয়ে জানা গেছে একই ভাবে জীবনযাপন ও শঙ্কায় দিন কাটছে নিখোঁজ অন্যান্য পরিবারের।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান নিখোঁজ জেলে পরিবারগুলো যোগাযোগ করলে উপজেলা পরিষদ থেকে কিছু সহায়তা করা হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই জেলে নেতাদের সাথে বৈঠক করে কোন জেলে সাগরে মাছ শিকার করতে গিয়ে মারা গেলে অথবা নিখোঁজ হলে ওই পরিবারটি যাতে চলতে পারে এজন্য একটি ফান্ড তৈরী করতে বলে, আমি নিজেও ব্যক্তিগত ভাবে সেখানে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করলেও জেলে নেতারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।

পাথরঘাটা প্রতিনিধি,  

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon