শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

নেটওয়ার্কিং বিড়ম্বনার শিকার দশগ্রামের হাজার হাজার গ্রাহক

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২

প্রতিকী ছবি

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ যখন ঘরে বসে পুরো বিশ্বের খবর ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে ঠিক সেই মুহুর্তে বিশেষ করে গ্রামীণ ফোনের নেটওয়ার্কিং বিড়ম্বনার শিকার হচ্ছেন সিলেট সদর উপজেলার মোগলগাঁও ও জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর দশগ্রামের প্রায় ত্রিশ হাজার গ্রাহক।

এ নিয়ে প্রতিবেদক বারবার গ্রামীণ ফোনের নেটওয়ার্কিং বিভাগের কর্মকর্তা বৃন্দের সাথে বারবার যোগাযোগ করেন এবং যোগাযোগের প্রেক্ষিতে নেটওয়ার্কিং বিভাগের ইন্জিনিয়ারিগণ মাঠ পর্যায়ে ঘুরে পরিদর্শন করে আশ্বস্ত করেন একটি সুন্দর সমাধানে গ্রামীণ ফোনের নেটওয়ার্কিং টাওয়ার নির্মাণ করবেন বলে কিন্তু দুঃখ জনক হলেও সত্য পরিদর্শনের পর একটি বছর পেরিয়ে গেলেও আজ অবধি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ চোখে পড়েনি।

নেটওয়ার্কিং সমস্যায় বৃহত্তর দশগ্রামের ভুক্তভোগী গ্রাম লামা আকিলপুর, পীরেরগাঁও, ভুলতা, ফুলকুচি, সৈয়দপুর, মৌলভীরগাঁও, মোবারকপুর, আমানতপুর, নোয়াগাঁও, লালখাঁ, টুকেরগাঁও, রামকৃষ্ণপুর, ইলামেরগাঁও, পালপুর, আলীনগর, হেংলাকান্দি, নোয়াগাঁও, টিকিরগাঁও।

এই গ্রামগুলির অনেকের ছাদের উপরে উঠেও নেটওয়ার্ক পাওয়া যায়না, বিশেষ করে টিনের ছাদ ওয়ালা ঘর সমুহে নেটওয়ার্ক পাওয়া ই যায়না। বৃহত্তর দশগ্রামে রয়েছে কয়েকটি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রয়েছে উচ্চবিদ্যালয়, দাখিল, আলিম ও কামিল মাদরাসা যে গুলোতে নেটওয়ার্কিং সমস্যার দরুণ ছাত্র-ছাত্রীরা কম্পিউটার ক্লাস থেকে বঞ্চিত রয়েছে।

নেটওয়ার্কিং বিড়ম্বনা থেকে তাদেরকে মুক্তি দিতে গ্রামীণ ফোনের উর্ধ্বতন কর্মকতা বৃন্দের সুদৃষ্টি কামনা করছেন বৃহত্তর দশগ্রামের গ্রাহকবৃন্দ।

সিলেট সদর উপজেলা প্রতিনিধি : রফিকুল ইসলাম মামুন, 

 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon