শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটায় শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের টেবিলে প্রসূতি নারীর মৃত্যু!

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

বরগুনার পাথরঘাটায় শাপলা ক্লিনিক নামে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের টেবিলে রুমা বেগম (২২) নামের এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবী, ওই ক্লিনিকের শামীমা নাসরিন ইনজেকশন পুশ করার পরপরই কয়েকবার খিঁচুনি দিয়ে মারা যান রুমা বেগম।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিক মকবুল আহমেদ মিলন। তিনি দাবি করেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরে ব্রেন স্ট্রোক করায় ওই প্রসূতির মৃত্যু হয়।

রুমা বেগম বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের সৌদিপ্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী এবং একই উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী গ্রামের কনক খাঁর মেয়ে

কী কারণে প্রসূতি নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম।

পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার আলোকিত প্রতিদিন কে , বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

পাথরঘাটা প্রতিনিধি: 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon