বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

কুবিতে ডিবেটর সার্চে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

কুবি প্রতিনিধি : সবুজ ভূঁইয়া 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ‘ ৫ম ডিবেটর সার্চ ২০২২’ ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিবেটর সার্চ’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগ।

আজ সোমবার (১২সেপ্টেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ডিবেট সার্চের ফাইনাল অনুষ্ঠিত হয়। আল নাঈমের সভাপতিত্বে এবং মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনুল হাসানসহ গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।

ফাইনালে সরকারি দল হিসেবে ছিল ইংরেজি বিভাগ এবং বিরোধী দল ফার্মাসী বিভাগ। বিতর্ক প্রদিযোগিতায় বিরোধী দলকে (ফার্মাসি বিভাগ) পরাজিত করে সরকারি দল (ইংরেজি বিভাগ) চ্যাম্পিয়ন হয়েছেন। বিতর্কে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার দলের প্রধানমন্ত্রী নাদিয়া তাবাচ্ছুম।

উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, দুই দলের একে অপরের পাল্টাপাল্টি যুক্তিগুলো ছিল মনোমুগ্ধকর। সরকারি দলের প্রধানমন্ত্রীর সাথে সহমত পোষণ করে তিনি আরও বলেন, বিতর্কে রিসার্চের অবদানের কথা বলা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বাজেট স্বল্পতার কারণে অনেক কিছু পূরণ করা যায় না। তবে আমি আল নাঈমের দাবিগুলো শুনেছি এবং আমি আশ্বস্ত করছি তা পূরণ করবো।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon