শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

JK0007
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২

---

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন,মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে।আশা করা যাচ্ছে অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে।

মিয়ানমারের সীমান্ত ঘেঁষে গোলাগুলি থেমে যাবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, আরাকান আর্মি নামের একটি দল সেখানকার সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে।এর ফলে কিছু গোলা আমাদের সীমানায় পড়ছে।আমাদের বিজিবি সেদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে শক্ত ভাবে প্রতিবাদ জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিবাদ করেছে। সব পর্যায়ে কথাবার্তা হচ্ছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিন বেলা সাড়ে ১১ টায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে যোগ দেন।

রাজশাহী প্রতিনিধি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon