বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষিকার

JK0007
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২

---
টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি পরীক্ষার প্রশিক্ষণ শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত ওই স্কুল শিক্ষিকার নাম ছানোয়ারা খাতুন (৩৫) । তবে এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী স্বপন তালুকদার অল্পের কারণে বেঁচে যান ।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কামাড়পাড়া বাজার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছানোয়ারা খাতুন হলেন- গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার কেন্দুয়া গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন ।

এ বিষয়ে মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ পায় ছানোয়ারা খাতুন। আর এজন্য প্রশিক্ষণ ও আলোচনা শেষে গোপালপুর সরকারি কলেজ থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছানোয়ারা খাতুন।

পথিমধ্যে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কামাড়পাড়া বাজার সংলগ্ন মোড়ে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই স্কুল শিক্ষিকা রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা ছানোয়ারা খাতুনের মৃত্যু হয় এবং তার স্বামী স্বপন তালুকদার আহত হন।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁন মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল প্রতিনিধি : শেখ রুবেল

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon