মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
 

ফতুল্লায় রাজু প্রধানের আস্তানায় ,পুলিশ বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার

JK0007
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২

---
ফতুল্লায় রাজু প্রধানের আস্তানা থেকে পুলিশ বিপুল পরিমান বোমা ও বহু সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে দেওভোগ বাশমুলি এলাকায় রাজু প্রধানের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ দেশী তৈরি ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার পাইপ, শাবলসহ বিপুল পরিমান বোমা উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযানে নেতৃত্বাদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, দীর্ঘদিন যাবৎ রাজু প্রধান ও তার সহোযোগিরা দেওভোগ বাশমুলি এলাকার জৈনক আলী আকবরের বাড়ীর একটি কক্ষ জবর-দখল করে সেটাকে নিজেদের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলো।

তিনি আরো জানান, ভোলাইল,কাশিপুর ও দেওভোগ এলাকায় এ রকম আরো জবর- দখলকৃত বেশ কয়েকটি আস্তানা রয়েছে রাজু প্রধান বাহনীর।

সোমবার রাত ১১ টার দিকে রাজু প্রধান ও তার সহোযোগিদের দখলকৃত আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থকে ২ শত বোমা ও দেশীয় তৈরি ছোট- বড় ১৫ টির ধারালো অস্ত্র, হাতুড়ি, শাপল, লোহার পাইপ উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে দৈনিক যুগের কণ্ঠস্বর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি (ওসি ) অফিসার ইনচার্জ ফতুল্লা মডেল থানা , রেজাউল হকের সাথে কথা বললে তিনি জানান ,বেশ কিছুদিন যাবত ফতুল্লার ভোলায় বাসমলি ও কাশীপুরের দেওভোগ এলাকায় সাল্লু বাহিনী ও রাজু প্রধান বাহিনী ঝামেলা চলে আসছে। এতে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তাই কিছুদিন আগে, কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ বাদল ভাই ,ওই এলাকাতে কিছু কমিউনিটি পুলিশের টিম গঠন করে ।তাদের মাধ্যমে আমরা রাজু প্রধানের আস্তানায় অভিযান চালিয়ে এই দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করি এবং এইভাবে আমাদের টিম কাজ করে যাবে খুব শীঘ্রই আমরা অপরাধীদেরকে আইনের আওতায় আনবো আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃইমরান হোসেন তালহা 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon